Thursday, 11 August 2016

9:16:00 pm
allbanglanewspaperbangladesh
আগামী ৩ সেপ্টেম্বর সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভা করতে হবে। শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এ সভার আয়োজন করার নির্দেশ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আখতারউজ-জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে- ‘আগামী ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়াধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে জংঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করতে হবে। প্রতিষ্ঠান প্রধানগণ এ কার্যক্রম বাস্তবায়নের সার্বিক উদ্যোগ গ্রহণ করবেন । উক্ত আয়োজিতব্য সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করতে হবে। একই সাথে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান-ক্রীড়ানুষ্ঠান আয়োজন, স্কাউটিং ও গার্ল গাইড্‌স কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরীর বিষয়েও আলোচনায় আলোকপাত করতে হবে।

0 comments:

Post a Comment