Saturday, 2 July 2016

12:05:00 am


ঢাকা: রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে হলি আর্টিসন বেকারি নামে একটি রেস্টুরেন্টে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনাটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেছেন, ভেতরে বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে। তবে আমরাও সতর্ক অাছি তাদের উদ্ধারে। আর আমরা পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে সন্ত্রাসীদের সঙ্গে কথা বলবো। আর সংবাদমাধ্যমকে জানাবো- তারা যেন সতর্ক হয়ে কাজ করেন, কারণ এ ধরনের একটি ঘটনা সামাল দেওয়া সবার জন্যই চ্যালেঞ্জের।

এদিকে, ঘটনাস্থলে স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস (সোয়াত) এসেছে।

0 comments:

Post a Comment