Saturday, 30 July 2016

8:55:00 pm
জামায়াতে ইসলামী সরকারের রাজনৈতিক কার্ড বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। তিনি বলেন, ‘হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। তারপরও কেনো তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না। এতো বোঝা যায় জামায়াত সরকারের রাজনৈতিক কার্ড।’
allbanglanewspaperbangladesh
 সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জামায়াতের নিবন্ধন তো বাতিলই হয়ে গেছে। তাহলে এতো চিন্তা করেন কেনো? আপনারা বলছিলেন জুন মাসের মধ্যে জামায়াতকে নিষিদ্ধ করবেন। কই করলেন না তো! তার মানে আপনারা জামায়াতকে নিয়ে খেলেন।’
হান্নান শাহ আরো বলেন, ‘আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আমার কাছ থেকে তথ্য নেন গত ২০ বছরে আওয়ামী ঘরানার কতোজন জামায়াত ঘরানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। জামায়াত কাদের কাছে প্রিয় আর কাদের অপ্রিয়, এখান থেকেই বোঝা যায়।’
এ সময় খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সরকার আসবে না উল্লেখ করে হান্নান শাহ বলেন, ‘বেগম জিয়ার ডাকে সরকার আসবে না। তারপরও বলবো, রামের যদি সুমতি হয়, সরকার যদি আসে সেটা দেশ ও জনগণের জন্যই কল্যাণকর হবে।’
সরকার বিএনপির ডাকে সাড়া না দিলে তারা অন্যান্য বিরোধী দলকে নিয়ে সমস্যার মোকাবেলা করবে বলে ঘোষণা দেন হান্নান শাহ। এ সময় আওয়ামী লীগ সরকারের

0 comments:

Post a Comment