Home
»
english newspaper bangladesh
» বল হাতে নিলেই যেনো জাদুকর মুস্তাফিজ!
ঢাকা থেকে ইংল্যান্ডের হিথ্রো যেতে মুস্তাফিজের সময় লেগেছে পাক্কা ১১
ঘণ্টা। হিথ্রো বিমানবন্দর থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে সরাসরি সাসেক্সের
ড্রেসিংরুমে। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি তখনো তার চোখে। তারপর একে একে
ক্লাবের নানা আনুষ্ঠানিকতা সারতে লেগে গেছে আরো কয়েক ঘণ্টা। এরপর নামিয়ে
দেয়া হয়েছে মাঠে। মুস্তাফিজ নেমেছেন এবং মাঠ থেকে বেরিয়েছেন ম্যাচসেরার
পুরস্কার নিয়ে!
এমন গল্প লিখতে কল্পনাশক্তির শিখরে থাকা ব্যক্তিরও কষ্ট হবে! একটা
মানুষের পক্ষে ঠিক কতোটা কষ্ট করা সম্ভব? ১১ ঘণ্টার বিমানযাত্রায় যে
জেটল্যাগ, তারপর অন্য ভাষার মানুষের সঙ্গে মেলার মানসিক চাপ, এক মাসের বেশি
সময় ম্যাচ না খেলার অনভ্যস্ততা; এতো সব প্রতিবন্ধকতা মুস্তাফিজ কাটিয়ে
ফেললেন বল হাতে পেয়েই।
বল হাতে পেয়েই হয়ে উঠলেন স্রেফ একজন জাদুকর।
জাদুকর ছাড়া, অলৌকিক ক্ষমতার অধিকারী ছাড়া আর পক্ষে সম্ভব এমন করা?
সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে প্রথম ম্যাচে মাঠে নামার আগে আনুষ্ঠানিক
কোনো অনুশীলন সেশনই পাননি মুস্তাফিজ। শুধুমাত্র ম্যাচের আগের ওয়ার্ম আপই
ছিলো তার একমাত্র অনুশীলন!
ওয়ানডে অভিষেকের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছিলেন তার জন্ম অন্য
কারণে। বুঝিয়ে দিয়েছিলেন ধুমকেতুর মতো বাংলাদেশ ক্রিকেটে আগমন ঘটলেও
মুস্তাফিজ আসলে ধুমকেতুর মতো ক্ষণিকের জন্য আসেননি। তার আগমন হয়েছে বিশ্ব
ক্রিকেটের বাংলাদেশের নাম সোনার হরফে লেখে দেয়ার জন্য, সঙ্গে অবশ্যই নিজের
নামটাও।
জাতীয় দলের হয়ে অবিশ্বাস্য পারফর্মের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে
মুস্তাফিজকে লুফে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এর প্রতিদানও দিয়েছেন
মুস্তাফিজ। আইপিএল থেকে ফিরেছেন হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করে। তার সামনে
নাকানিচুবানি খেয়েছেন আইপিএলের বাঘা বাঘা সব ব্যাটসম্যান।
সাসেক্স অবশ্য আইপিএল দেখে মুস্তাফিজকে দলে নেয়নি। আইপিএলের আগেই
মুস্তাফিজের সঙ্গে চুক্তি করে ফেলে তারা। কথা ছিলো আইপিএল শেষেই সাসেক্সে
যোগ দিবেন তিনি। কিন্তু আততায়ী ইনজুরির কারণে তা সম্ভব হয়নি।
দীর্ঘ এক মাস চলে গেছে মুস্তাফিজের ইনজুরি থেকে ফিরতে। এরপর আবার
সাত দিন দেরি হয়েছে ভিসাজনিত জটিলতায়। তারপরও মুস্তাফিজকে পাওয়ার আশা
ছাড়েনি সাসেক্স। উল্টো প্রতিদিনই মুস্তাফিজকে পাওয়ার তুমুল আগ্রহের কথা
জানিয়েছে তারা।
সাসেক্স কেনো এতো ব্যাকুল হয়ে ছিলো, তা মুস্তাফিজ বুঝিয়ে দিলেন
প্রথম ম্যাচেই। এখন হয়তো আফসোসই বেড়ে যাবে সাসেক্সের। তারা নিশ্চিত ভাবছে,
এই জাদুকরকে আগে পেলে কতোই না ভালো হতো!
0 comments:
Post a Comment