Saturday, 30 July 2016

9:03:00 pm
ভারতীয় নিখোঁজ হওয়া বিমান এএন-৩২ প্লেনটি খুঁজতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে দেশটির বিমান বাহিনী। ৩০ জুলাই শনিবার স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
all-banglanews,bangladesh-newspapers,all-bangla-newspaper,daily-bangla-newspaper,bangla-newspaper-bangladesh
 এর আগে গতকাল শুক্রবার ভারতে পার্লামেন্ট চলাকালীন সময়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার নিখোঁজ হওয়া বিমানটির খোঁজ-খবর জানতে চান। বিমানটি উদ্ধারে যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া যায় কি না সে বিষয়েও মতামত জানতে চান তিনি।
মনোহর পারিকার জানান, ভারতীয় উদ্ধার বাহিনী প্লেনটির বিষয়ে কিছুটা ধাঁধায় আছেন। ঘটনাটিতে কিছুটা বিরক্ত আমি। আমি বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে জেনেছি, তারা নিখোঁজ হওয়া বিমানটি উদ্ধারে এখনো তেমন কোন পদক্ষেপ নেননি।
তিনি বলেন, 'ভারতীয় বাহিনী ইতোমধ্যেই প্যাসিভ রাডারের আওতাধীন শেষ সীমার মধ্যে চলে এসেছি। পরবর্তি ১৫০ থেকে ২০০ নটিক্যাল মাইলের মধ্যে ভারতীয় রাডারের কাভারেজ নেই। কাজেই সবাই চাইলে যুক্তরাষ্ট্রের সাহায্য নেয়া যেতে পারে।'
মনোহর পারিকার জানান, এই ধরনের দুর্ঘটনা মোকাবিলায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা আগামীতে এই ধরনের সমস্যা মোকাবিলা প্রস্তুতি নিচ্ছি। আশাকরছি আমরা সফল হবো।
গত ২২ জুলাই ভারতীয় স্থানীয় সময় সকাল ৮ টায় তামিলনাড়ুর তামবারাম বিমানঘাঁটি থেকে আন্দামানে অবতরণের কথা ছিল ওই প্লেনটির। তবে অবতরণের প্রায় ঘণ্টা খানেক আগে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় প্লেনটি। প্লেনটিতে দুই পাইলটসহ মোট ২৯ জন আরোহী ছিলেন। এএন-৩২ মডেলের প্লেনটি রাশিয়ার।

0 comments:

Post a Comment