রাজধানীর কূটনৈতিক জোন গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া
মর্মান্তিক হামলার পর যৌথ বাহিনীর উদ্ধার অভিযানে নিহত হয় ছয় সন্ত্রাসী।
নিহত সন্ত্রাসীদের ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা
সংস্থা-এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের
(ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান। তিনি বলেন, পুলিশের
কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএনএ নমুনাগুলো এফবিআই প্রতিনিধির কাছে হস্তান্তর
করেছে। এসময় ডিবি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে গত
২০ জুলাই ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা নিহত
সন্ত্রসাঈদের মৃতদেহ থেকে রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের
ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়।
উল্লেখ্য, গত এক জুলাই রাতে গুলশানের আর্টিজান বেকারিতে এক দল
অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসী হামলায় প্রাণ হারান দুই পুলিশ
কর্মকর্তা। পরে যৌথ অভিযানের মাধ্যমে ওই রেস্তোরার নিয়ন্ত্রণ নেয়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ছয় জন হামলাকারীসহ দেশী-বিদেশী ২৮ জন
মানুষ প্রাণ হারান।
0 comments:
Post a Comment