শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেয়া সাজার প্রতিবাদে আয়োজিত এক সভায় গয়েশ্বর রায় এ মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত পরাজিত হবেন। তাঁকে পরাজিত করতে তারেক রহমান বা খালেদা জিয়ার প্রয়োজন হবে না। তাঁর নাতনি জাইমা রহমানই যথেষ্ট।
গয়েশ্বর রায় বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। আরেকটি প্রহসনের নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই এটি করা হয়েছে।
এ সময় তিনি সাম্প্রতিক জঙ্গী দমন বিষয়ে বলেন, জনগণ সরকারের কোনো কর্মকাণ্ডই বিশ্বাস করে না। জঙ্গিদেরকে কোথায় ধরা হচ্ছে, কোথায় মারা হচ্ছে, এসব নিয়ে সন্দেহ আছে।
0 comments:
Post a Comment